মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:১১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক :: আফগানিস্তানে বোমা বিস্ফোরণে একই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।
শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ পারওয়ানের রাজধানী চারিকরে রাস্তার পাশে বোমা পুঁতে রাখা ছিল। আল বিরুনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহনকারী একটি বাস পুঁতে রাখা বোমার ওপর দিয়ে গেলে বোমাটি বিস্ফোরিত হয়ে হতাহতের এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত কেউ এ বোমা হামলার দায় স্বীকার করেনি।
আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হামেদ ওবাইদি জানান, আহত শিক্ষকদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক। হতাহত শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই স্থানীয় আল-বিরুনি বিশ্ববিদ্যালয়ের। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।