শনিবার, ০৩ জুন ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট::ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের বায়ার্নের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যাচ চলাকালেই কী নিয়ে যেন তর্ক করতে যায় সাদিও মানে ও লেরয় সানেকে। এই তর্কাতর্কির জেরেই কিনা, ম্যাচ শেষে ড্রেসিংরুমে হাতাহাতিও লিপ্ত হয়েছিলেন দুই বায়ার্ন সতীর্থ!
জার্মানির পত্রপত্রিকার খবর অন্তত এমনই। বিল্ড ও স্কাই স্পোর্টস জার্মানির খবর, ম্যাচ শেষে ড্রসিংরুমে মারামারাতি লিপ্ত হয়েছিলেন সানে ও মানে। এক পর্যায়ে সানের মুখে ঘুষিও বসিয়ে দেন মানে। তাতে ঠোঁট কেটে যায় সানের। ক্ষতস্থান থেকে ঝরতে থাকে রক্ত। তাদের থামাতে সতীর্থরা আলাদা করে দেন তাদের।
মঙ্গলবার রাতের এই ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি বায়ার্ন। তবে দুজনের মধ্যে যে মারামারি হয়েছে, সেটা প্রমাণ হিসেবে কেউ কেউ দেখছেন এই ঘটনাকে-ম্যানচেস্টার থেকে মিউনিখে ফেরার পর বিমানবন্দর থেকে যে টিম বাসে ক্লাবে ফেরেন ফুটবলাররা, সেই বাসে ছিলেন না সাদিও মানে! আলাদা করেই নিয়ে যাওয়া হয় দুইবারের আফ্রিকার বর্ষসেরা এই ফুটবলারকে।