সোমবার, ০৫ জুন ২০২৩, ০৩:৩৫ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট::শ্রীমঙ্গলে ২০২২-২০২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সারাদেশে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ শুরু হয়েছে।
এ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বুধবার (১২ এপ্রিল) সকাল ১০টায় শ্রীমঙ্গল সদর ইউনিয়নে অসহায় দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ অনুষ্ঠানে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. দুদু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র মানুষের হাতে চাল তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, শ্রীমঙ্গল সদর ইউনিয়নে ৩ হাজার ৩২৯ জন মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।