সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার জেলার শেরপুর এলাকায় নিজ বাড়ির দেয়ালের সাথে ধাক্কা খেয়ে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণের মৃত্যু হয়েছে। তার নাম জায়েদ আহমেদ (২৪)। সে মৌলভীবাজার জেলার হামরকোনা গ্রামের শেরাই মিয়ার ছেলে।
সোমবার (৩১ মে) সকাল ১১টায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল রবিবার (৩০ মে) দুপুরে হামরকোনা গ্রামের দাউদপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকার স্থানীয় বাসিন্দা ফরহাদ মিয়া জানান, রবিবার দুপুরে মোটরসাইকেল চালিয়ে হামরকোনা গ্রামের দাউদপুরে নিজের বাড়িতে ফিরছিলেন জায়েদ। বাড়ির সামনে আসা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেলসহ ছিটকে পড়েন জায়েদ। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১১টার দিকে সে মারা যায়।