বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১১ পূর্বাহ্ন
ডেস্ক রিপোট:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাবার মৃত্যুশোকে মাত্র ১০ ঘন্টার ব্যবধানে জানাজা নামাজ অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে ছেলের মৃত্যু হয়েছে। মর্মস্পর্শী ঘটনাটি জানাজানি হলে মুহুর্তেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।
গতকাল বুধবার রাতে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব শ্রীরামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা ও মৃতের স্বজনেরা জানান,ঘটনার দিন সকাল ১১টার সময় ওই গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার আব্দুর রশিদ সরকার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান।
ওইদিন রাত ৯ টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত বৃদ্ধ বাবার জানাজা নামাজে ছেলে শহিদুল ইসলাম ওরফে আব্দুর রহমান (৫২) বাবার মৃত্যু শোকে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ অবস্থায় পারিবারিক কবরস্থানে বাবার দাফন কার্য সম্পন্ন করা হয়। পরেরদিন বৃহস্পতিবার সকাল ৯টায় ছেলে শহিদুল ইসলামের জানাজা নামাজ শেষে বাবার পাশেই তাকে সমাহিত করা হয়। এর আগে তাকে একনজর দেখার জন্য পাড়া প্রতিবেশিসহ বিভিন্নস্থান থেকে শতশত নারী পুরুষ ছুটে এসে তার বাড়িতে ভীড় করতে থাকেন।
মৃত শহিদুল ইসলাম ওরফে আব্দুর রহমান গাইবান্ধা-১ সুন্দরগজ্ঞ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল আজিজের ব্যক্তিগত সহকারী ছিলেন বলে জানা গেছে।
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি মৃত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, একদিনে বাবা ছেলের মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক ও কষ্টদায়ক। এদিকে বাবা ছেলের এমন মৃত্যু কোনভাবেই মেনে পারছেনা তার নিকটাত্মীয় ও পরিবারের কেউ। তাদের গগণবিদারী আহাজারীতে আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠছে।