1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

এ কেমন শত্রুতা ! বড়লেখায় দুর্বৃত্তরা কেটে ফেললো খাসিয়াদের সহস্রাধিক পান গাছ ৪৮ আদিবাসী পরিবার পথে বসার উপক্রম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৪৬ বার পঠিত

বড়লেখা প্রতিনিধি : বড়লেখার ছোটলেখা চা বাগানের আগার পুঞ্জির আদিবাসী খাসিয়াদের সহসধিক উৎপাদনশীল পানগাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। এ পানের আয়েই চলতো ৪৮ খাসিয়া পরিবারের সংসার। রোববার রাতের আঁধারে দুর্বৃত্তের এমন নির্মমতায় তাদের পথে বসার উপক্রম। এ ঘটনায় আগার পুঞ্জির প্রধান (মন্ত্রী) সুখমন আমসে থানায় মামলা করেছেন। মঙ্গলবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, আগার পুঞ্জির ৪৮ আদিবাসী খাসিয়া পরিবার দীর্ঘদিন ধরে ছোটলেখা চা বাগানের লিজ নেওয়া ভুমিতে পান চাষ করে জীবিকা নির্বাহ করছে। পান বিক্রির টাকায় চলে তাদের খাবার-দাবার, সন্তানের লেখাপড়া, চিকিৎসা, ধর্মীয় আচার-অনুষ্টানসহ সকল সামাজিক কর্মকান্ড। রোববার রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের পান জুমের সহ¯্রাধিক উৎপাদনশীল পান গাছ কেটে মাটিতে বিছিয়ে দিয়েছে। এতে তাদের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগে পার্শবর্তী বনাখলা খাসিয়া পুঞ্জির (ছোটলেখা) পান চুরির পর সঙ্গবদ্ধ সন্ত্রাসীরা শুক্রবার সকালে অস্ত্র-সস্ত্র নিয়ে পানজুম দখলের অপচেষ্টা চালিয়েছে। এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা চাঁদা না দিলে তারা পানজুম দখলের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় আতংকিত পানপুঞ্জির মন্ত্রী (প্রধান) নরা ধার সীমান্তবর্তী বোবারথল এলাকার ১৬ ব্যক্তির নাম উল্লেখ ও আরো অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।

আগার পুঞ্জির মন্ত্রী (পল্লী প্রধান) সুখমন আমসে জানান, এখন পানের ভর মৌসুম। পান বিক্রি করেই ৪৮ খাসিয়া পরিবারের জীবিকা চলে। সোমবার সকালে জুমে পান তুলতে গিয়ে দেখেন কে বা কাহারা তাদের সহ¯্রাধিক পানগাছের গুড়া কেটে ফেলেছে ও টুকরো করে মাটিতে বিছিয়ে দিয়েছে। তাদের সাথে কারো শত্রæতা নেই, কারা কেন তাদের এতো বড় সর্বনাশ করলো তা বুঝতে পারছেন না। তবে ধারণা করছেন জুম দখলের জন্যই কোন প্রভাবশালী মহল দুর্বৃত্ত¡ দিয়ে নির্মমভাবে তাদের পান গাছগুলো কেটেছে। এতে তাদের ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পানগাছ কেটে ফেলায় তাদের না খেয়ে মরার উপক্রম হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে তিনি থানায় মামলা করেছেন।

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, পান চুরি, চাঁদা দাবী ও পানগাছ কেটে ফেলার ঘটনায় থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে তিনিসহ অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর ও ওসি (তদন্ত) রতন দেবনাথ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..