শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোটার: মৌলভীবাজারে কেক কাটার মধ্যে দিয়ে দেশটিভির একযুগ পূর্তি অনুষ্ঠান পালিত হলো। ২৫ মার্চ বৃহষ্পতিবার এ উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
দেশটিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুটির সভাপতিত্বে ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিবের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ সভাপতি নুরুল ইসলাম শেফুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত,সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, ইমজার সাধারণ সম্পাদক বকসী মিছবাউর রহমান, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসান প্রমূখ। এছাড়াও জেলার প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।