শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: বিয়ের অনুষ্ঠানে নিজেদের মধ্যে তর্কাতর্কির জেরে বিষ পান করেছেন বর-কনে। কিছুক্ষণ পর ২১ বছর বয়সী বরের মৃত্যু হয়েছে এবং ২০ বছর বয়সী কনে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থাও গুরুতর।
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে মঙ্গলবার (১৬ মে) এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
পুলিশ জানায়, বরকে একটি হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আর নববধূ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
সহকারী উপপরিদর্শক (এএসআই) রমজান খান সাংবাদিকদের বলেন, ‘কানাদিয়া এলাকার একটি মন্দিরে বিয়ের অনুষ্ঠান চলাকালে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বর বিষ পান করেন এবং সেটি তার নববধূকে জানান। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক কনেও বিষ পান করেন।’
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বরকে মৃত ঘোষণা করেন। কনের অবস্থা আশঙ্কাজনক। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’
এএসআই রমজান খান আরও বলেন, ‘বরের পরিবারের সদস্যরা জানান, গত কয়েকদিন ধরে ওই নারী তাকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিলেন। তবে ওই ব্যক্তি তার ক্যারিয়ারের জন্য বিয়ে করতে দুই বছরের সময় চান। কিন্তু তখন ওই নারী তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন।’
ঘটনার তদন্ত চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।