1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ভারতে করোনায় দৈনিক মৃত্যু ফের ৩ হাজার ছাড়াল

  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৪৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :: টানা ৩৫ দিন পর মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যু তিন হাজারের নিচে নেমে এলেও দিন না পেরোতেই ফের তা বেড়েছে। আগের দিনের তুলনায় বেড়েছে দৈনিক সংক্রমণও। দৈনিক মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমে আসার পর ফের বৃদ্ধি পাওয়ায় ভারতে সৃষ্টি হয়েছে উদ্বেগের। তবে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা।

বুধবার (২ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭৮৮ জন মানুষ। গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত রোগী বেড়েছে ৫ হাজারের বেশি।

সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ৭ হাজার ৮৩২ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ২০৭ জন। অর্থাৎ একদিনে মৃতের সংখ্যা বেড়েছে চার শতাধিক। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৫ হাজার ১০২ জনে।

গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ১ লাখের বেশি। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৭ লাখ ৯৩ হাজার ৬৪৫ জন।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, জুনের ১ তারিখ পর্যন্ত ভারতে ৩৫ কোটি ৫৭ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৭৭৩ জনের।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..