শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোট:গাইবান্ধার পলাশবাড়ীতে মৌসুমী ঝড়ে বসতবাড়ির উপর গাছ ভেঙ্গে পড়ায় ৪ পরিবারের ৭টি বসতঘরের ক্ষয়-ক্ষতি হয়েছে।
গত মঙ্গলবার (১৬ মে) রাত আড়াইটার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া মৌসুমী ঝড়ে এ ক্ষতিসাধন হয়।
এসময় ওই গ্রামের গোলাপ মিয়ার ৪টি ঘর ও মেহেদুল ইসলামের ২টি ঘরসহ আসবাসপত্র, সিরাজুল ইসলামের বসতবাড়ীর প্রাচীর এবং নুরুল ইসলামের ১টি ঘরসহ আসবাসপত্রের ক্ষয়সাধন হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছেন বলে জানা যায়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা কামনা করেছেন।
অত্র ইউপি চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক ক্ষতিগ্রস্থ এলাকার পরিদর্শন কালে পরিবারগুলোকে সম্ভাব্য সহযোগিতা দানের আশ্বাস প্রদান করেছেন বলে জানা যায়।
এদিকে; উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জীবন-যাপন স্বাভাবিক করতে সরকারি সম্ভাব্য সহায়তা প্রদান অপেক্ষমান রয়েছে।