মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি ঝড়ের কবলে ইঞ্জিনের উপরে গাছ পড়ে ইঞ্জিনসহ দুইট বগী লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আপডেট টাইম :
শনিবার, ২০ মে, ২০২৩
৭২
বার পঠিত
:বিশেষ প্রতিবেদক মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাঝামাঝি স্থানে ঝড়ে ট্রেনের ইঞ্জিনের উপরে গাছ পড়ে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি ঝড়ের কবলে পড়ে একটি বিশাল চিকরাশি গাছ চলন্ত ইঞ্জিনের উপরে পড়ে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে টিলার দিকে উঠে যায়। এসময় ইঞিজেনের পাশে থাকা খাবারবগী ও একটি যাত্রীবাহী বগী লাইনচ্যুত হয়। এঘটনায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
আজ ভোর পৌনে চারটায় ঘটনাটি ঘটে। এসময় ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ, কমলগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। গাড়ির ইঞ্জিনটি রেল লাইন থেকে সরে গিয়ে দু’টি টিলার সাথে লেগে উল্টে যায়। এসময় ইঞ্জিনের পাশে থাকা খাবার গাড়ি ও একটি যাত্রীবাহি বগী উল্টে যায়। এসময় বগীতে থাকা আহতদের ফায়ার সার্ভিসের লোকেরা উদ্ধার করে নিয়ে যায়। রেলওয়ে জিআরপি পুলিশ, গাড়ির চালক ও উপসহকারী প্রকৌশলী বিষয়টি নিশ্চিত করে জানান–। উদ্ধার কাজ এখনো শুরু হয়নি তবে কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে আখাউড়া থেকে ছেড়ে আসা উদ্ধারকারী ট্রেনটি এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি। উপসহকারী প্রকৌশলী জানান দুপুরের দিকে লাইনটি চালু হতে পারে, তবে কর্মরত শ্রমিকরা জানান সন্ধ্যা নাগাদ উদ্ধার করা যাবে কিনা সন্ধেহ রয়েছে।
প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি
সম্পাদক ও প্রকাশক: শেখ সিরাজুল ইসলাম সিরাজ
মোবাইল: ০১৭১১-৯০৬৪১৪/০১৭৬১৭১৫৭৮৬
সম্পাদক মন্ডলীর সভাপতি মকিস মনসুর আহমদ ।। বাংলাদেশ অফিস: জুলিয়া শপিং সিটি, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার।
ঢাকা অফিস: এম শাহাজাহান মিয়া ৫৬/৪মতিঝিল, ঢাকা, মোবাইল: ০১৮১১-৯৫৫৫১৭। আমেরিকা অফিস: সৈয়দ গৌছুল হোসেন মোবাইল: +১৬৩১৮০৫৩৭০৯ লন্ডন অফিস: শাহিনুল হক মঞ্জু +৪৪৭৫৩৫৪১৪৬৪১
e-mail : newsmkp@gmail.com/
onlinemkantho@gmail.com