বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সিলেট বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান দুই দিনের সফরে মৌলভীবাজার এসেছেন।
বুধবার (২ জুন) সকালে মৌলভী বাজার সার্কিট হাউজ পৌচ্ছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
এ সময় মৌলভীবাজার জেলার প্রশাসনিক সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা যায় তিনি দুই দিনের সফরে মৌলভীবাজার জেলার সুশীল সমাজ ও সুধিজনের সাথে মত বিনিময় করবেন এবং শ্রীমঙ্গল উপজেলা বিভিন্ন কর্মসূচিসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।
বৃহস্পতিবার রাতে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবেন।