শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্ট : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ।
আজ দুপুরে জেলা আওয়ামীলীগের আয়োজনে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গনে জমায়েত হন জেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা। পরে সেখান থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সেন্ট্রাল রোডে গিয়ে শেষ হয়। সেখানে জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ এমপি বলেন, প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দাতাকে রাস্ট্রদ্রোহীতার অভিযোগে অবিলম্বে গ্রেফতার করতে হবে। শেখ হাসিনার কর্মিরা রাজপথে আছে রাজপথে থেকে সকল ষঢ়যন্ত্র ও সন্ত্রাসীদের মোকাবেলা করতে প্রস্তুত আছে।