সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:২৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট: আজ বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। সকাল ৬ঘটিকায় ঢাকাস্থ সরকারি বাস ভবন থেকে সড়কপথে তিনি মৌলভীবাজার সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন।
সকাল ১১ঘটিকায় সার্কিট হাউস থেকে তিনি মৌলভীবাজার শহরের একটি হোটেলের হলরুমে মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করনীয় শীর্ষক কর্মশালায় যোগদান করবেন। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেনী ও পেশার সামাজিক ও রাজনৈতিক এবং প্রশাসনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
পরে তিনি মৌলভীবাজারের বহুল প্রচারিত স্থানীয় দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকা অফিস পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে বিকেল ৪টায় সড়ক পথে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হবেন।