রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোট:পটুয়াখালীর বাউফলে সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ও হলরুম উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ মে)বিকাল ৫টার দিকে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি এ দুই নতুন ভবন একসাথে উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার আল-আমিনের সভাপত্বিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মোসারফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু, উপজেলা সহকারী কমিশনার ভূমি বায়েজিদুর রহমান, বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক, উপজেলা আ. লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আনিচুর রহমান, জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সরকারি কর্মকর্তা।