ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও বনাঞ্চল পরিদর্শন করলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান
আপডেট টাইম :
বুধবার, ২৪ মে, ২০২৩
৭৭
বার পঠিত
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ : জেলার চুনারুঘাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি ও রেমা-কালেঙ্গা বনাঞ্চল পরিদর্শন করেছেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বুধবার সকালে তিনি ক্ষতিগ্রস্ত বনাঞ্চলের ভিলেজারদের বাড়িঘর ও রেমা-কালেঙ্গার বনাঞ্চলের উপরে পড়া গাছপালা পরিদর্শন করেন। খোঁজ নিয়ে জানাগেছে : রেমা-কালেঙ্গা বনের প্রায় দুই শতাধিক গাছপালা ও উপজেলার মিরাশী ইউনিয়নের বড়আব্দা, নিশ্চিন্তপুর,সাটিয়াজুরী ইউনিয়নের টিলাগাও, শানখলা ইউনিয়নের লালচান্দ সহ উপজেলার বিভিন্ন স্থানে ঝড়ের তাণ্ডবে শত শত গাছপালা ভেঙে গেছে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফল ও ফসলের ব্যাপক ক্ষতি হয় । এদিকে কালেঙ্গা রেঞ্জাধীন কালেঙ্গা বিটের সেগুন সহ বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ ও ছনবাড়ী বিটে আকাশমনি সহ প্রায় ১০-১২ টি গাছ ঝরে উপরে যায় বলে কালেঙ্গা রেঞ্জের রেঞ্জার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ক্ষয়ক্ষতির খবর শুনে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও রেমা-কালেঙ্গা পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। তিনি বলেন, গত রবিার সন্ধ্যায় এবার কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে উপজেলার কালেঙ্গা বন-বিভাগ সহ উপজেলার বিভিন্ন স্থানে বাড়িরঘর ও সড়কে লক্ষণীয়–সংখ্যক গাছপালা উপড়ে পড়েছে। অথচ এ ধরনের সাধারণ ঝড়ে অতীতে কখনো এত গাছ উপড়ে পড়েনি। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সরকারিভাবে সহায়তার আশ্বাস দেন। রেঞ্জার মাসুদুর রহমান বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে বনের বিভিন্ন স্থানে গাছ ডালপালা ভেঙে পড়েছে। কিছু কিছু জায়গায় এলাকাবাসীর সহায়তায় আবার কোথাও কোথাও আমাদের টিম গাছগুলো রক্ষায় কাজ করছে ।
প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি
সম্পাদক ও প্রকাশক: শেখ সিরাজুল ইসলাম সিরাজ
মোবাইল: ০১৭১১-৯০৬৪১৪/০১৭৬১৭১৫৭৮৬
সম্পাদক মন্ডলীর সভাপতি মকিস মনসুর আহমদ ।। বাংলাদেশ অফিস: জুলিয়া শপিং সিটি, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার।
ঢাকা অফিস: এম শাহাজাহান মিয়া ৫৬/৪মতিঝিল, ঢাকা, মোবাইল: ০১৮১১-৯৫৫৫১৭। আমেরিকা অফিস: সৈয়দ গৌছুল হোসেন মোবাইল: +১৬৩১৮০৫৩৭০৯ লন্ডন অফিস: শাহিনুল হক মঞ্জু +৪৪৭৫৩৫৪১৪৬৪১
e-mail : newsmkp@gmail.com/
onlinemkantho@gmail.com