শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন
শুক্রবার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন, আখাউড়া-আগরতলা রেলপথ এবং আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেললাইন প্রকল্পের সর্বশেষ পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর।
সচিব বলেন, এ প্রকল্পটি বাস্তবায়নে মাঝে কিছু সময় বিলম্বিত হলেও এখন খুব দ্রুত কাজ এগিয়ে চলছে। এরইমধ্যে প্রকল্পের সার্বিক ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী এই প্রকল্প উদ্বোধন করবেন। তিনি আরও বলেন, চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে আখাউড়া-লাকসাম ডাবল লাইন প্রকল্পের উদ্বোধন করা হবে। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর ছাড়াও বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) শহীদুল হক, আখাউড়া-লাকসাম রেলপথ প্রকল্প পরিচালক সুবক্তগীনসহ রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।