1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

আশীষ বিদ্যার্থীর বিয়ে নিয়ে যা বললেন সাবেক স্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৪১ বার পঠিত

বিনোদন ডেস্ক : বয়স ৬০-এও বেশ রোমান্টিক ভারতীয় বড় পর্দার খল অভিনেতা আশীষ বিদ্যার্থী। যার প্রমাণ মেলেছে গতকাল বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিনে। ফ্যাশন ডিজাইনার রুপালি বড়ুয়ার সঙ্গে একেবারে বিয়ের পিঁড়িতে ধরা দিলেন জাতীয় পুরস্কারজয়ী এ অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির ছবি ছড়িয়ে পড়তেই সকলে চমকে গিয়েছেন।

আশীষ-রুপালির বিয়ের ছবি ভাইরাল হতেই মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতার প্রাক্তন স্ত্রী রাজোশি বড়ুয়া। ইনস্টা হ্যান্ডেলের স্টোরিতে আবেগপ্রবণ পোস্ট শেয়ার করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে।

ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি পোস্টে মনের কথা লিখেছেন রাজোশি। একটিতে লেখেন, ‘আপনার জীবনে যে সঠিক মানুষ সে কখনোই বুঝতেই দেবে না আপনি তার জীবনে কী ভূমিকা রাখেন। তারা এমন কোনো কাজ করবে না যা আপনাকে আঘাত করবে।’

অপর পোস্টে অভিনেতার প্রাক্তন স্ত্রীর সংযোজন, ‘এই মুহূর্তে অতিরিক্ত চিন্তাভাবনা আর সন্দেহ মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনার জীবন শান্তিপূর্ণ হোক। আপনি অনেক শক্তিশালী। সকলের আশীর্বাদ প্রয়োজন। কারণ এটা আপনার প্রাপ্য।’

রাজোশি বড়ুয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরও ভালোবাসার প্রতি আস্থা হারাননি আশীষ। তাই তো রুপালিকে বিয়ে করে আরও একবার ভালোবাসার সাগরে ডুব দিলেন অভিনেতা।

দ্বিতীয় বিয়ে নিয়ে উচ্ছ্বসিত আশীষ বলেন, ‘এই বয়সে রুপালিকে বিয়ে করতে পেরে আমি ভীষণ খুশি। মনের মধ্যে দারুণ একটা ফিলিং কাজ করছে। সকালে কোর্ট ম্যারেজ সেরেছি। বিকেলে একটা গেট টুগেদার করছি।’

প্রসঙ্গত, শকুন্তলা কন্যা রাজোশি বড়ুয়ার সঙ্গে প্রথমবার মালাবদল করেছিলেন আশীষ। তাদের এক পুত্রসন্তান রয়েছে। একসময় রেডিও জকি হিসেবে কাজ করতেন আশীষের প্রথম স্ত্রী রাজোশি। এরপর একাধিক হিন্দি ছবি এবং টিভি সিরিয়ালে কাজ করেছেন তিনি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..