বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোট:গাইবান্ধার পলাশবাড়ীতে ডাক্তারী পাশ না করেও ডাক্তার বাবার চেম্বারে সাইনবোর্ড লাগিয়ে ডেন্টাল চিকিৎসক পরিচয়ে কয়েক বছর যাবৎ চিকিৎসা দিয়ে আসছেন পৌরশহরের ছায়রুন নেছা পলি ক্লিনিকের মালিক ডা. সায়েদ মিয়ার ছেলে মেহেদী হাসান ডন।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ মে) দুপুরে পৌরশহরের চৌমাথায় ভুয়া ডা. মেহেদী হাসান ডনের ব্যক্তিগত চেম্বারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কামরুজ্জামান নয়ন। এসময় ভুয়া ডা. মেহেদী হাসান ডন তার ডেন্টাল ডাক্তারের স্বপক্ষে বৈধ কোন সার্টিফিকেট দেখাতে না পারায় ভ্রাম্যমান আদালত মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২ নম্বর ধারায় ১ লাখ টাকা জরিমানা আদায় করে। তাঁর সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. মাহবুব আলম ও পুলিশের একটি টিম।