বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পারকুল এলাকায় আটক মায়া হরিণ বন-বিভাগের নিকট হস্তান্তর করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর । রোববার (২৮ মে) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা আব্দল্লাহ আল মামুনের কাছে হস্তান্তর করেন। স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী জানান, সকালে ৯নং রানীগাঁও ইউনিয়নের পারকুল গ্রামে রেমা কালেঙ্গা অভয়ারণ্য থেকে বের হয়ে লোকালয়ে চলে আসে হরিণটি । পরে কয়েকজন লোক এটিকে ধরার জন্য ধাওয়া দিলে দৌড়ে গিয়ে পারকুল বস্তিতে ঢুকে পড়লে এলাকাবাসী হরিণটিকে আটক করেন। পরবর্তীতে এলাকাবাসী ও রেমা কালেঙ্গা রেঞ্জের রশিদপুর বিট অফিসার ও বন প্রহরী মায়া হরিণটির উদ্ধার করে চিকিৎসার জন্য ওয়াইড লাইফ রেসকিউ টিমের কাছে পৌঁছে দেন। বন প্রহরীরা চিকিৎসা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে নিয়ে গেলে সাতছড়ি বন-বিভাগকে খবর দিয়ে তিনি হস্তান্তর করেন। সাতছড়ি রেঞ্জার আব্দুল্লাহ আল মামুন জানান, হরিণটি অসুস্থ আমাদের হেফাজতে হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রেখেছি। পরবর্তীতে অবমুক্ত করা হবে।