1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কিয়েভে রাতভর রুশ ড্রোন হামলা

  • আপডেট টাইম : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১১৬ বার পঠিত

 

ডেস্ক রিপোট:ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ড্রোন হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারী। স্থানীয় সময় শনিবার রাতে এ হামলা হয়। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো এসব জানিয়ে বলেছেন, ইউক্রেনীয় বাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনী অন্তত ২০টি ড্রোন ভূপাতিত করেছে।

মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, ‘একটি পেট্রোল স্টেশনের কাছে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক নারী’।

তিনি বলেন, ‘বিমান প্রতিরক্ষা বাহিনী কিয়েভের দিকে আসা ২০টিরও বেশি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে’।

রাশিয়া সম্প্রতি কিয়েভের ওপর হামলা জোরদার করেছে। রাজধানীর প্রতিরক্ষাকে তারা ভেঙে ফেলতে চাইছে। কিয়েভের পশ্চিমে ঘাইটোমির শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এর আগে রবিবার ইউক্রেনের ১২টি অঞ্চলে বিমান হামলার সতর্কতা সক্রিয় করা হয়েছিল। উত্তর-পশ্চিমের ভলিন থেকে দক্ষিণ-পূর্বে ডিনিপ্রোপেট্রোভস্ক পর্যন্ত এর আওতায় ছিল।

সোশাল মিডিয়ায় একটি পোস্টে ক্লিটসকো কিয়েভের বাসিন্দাদের ‘আশ্রয়কেন্দ্রে থাকতে’ অনুরোধ করেছিলেন। সতর্ক করে তিনি বলেছিলেন, রাতটি ‘কঠিন’ হবে।

তিনি বলেন, ‘ড্রোনের টুকরো পড়ে রাজধানীর বিভিন্ন জেলায় অন্তত দুটি উঁচু ভবনে আগুন লেগেছে’।

সাম্প্রতিক হামলায় রাশিয়া তথাকথিত কামিকাজে ড্রোনের পাশাপাশি ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ব্যাপকভাবে প্রত্যাশিত ইউক্রেনের পাল্টা আক্রমণের আগে ইউক্রেনীয় শহরে জোরদার হামলা চালাচ্ছে রুশ বাহিনী।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..