শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
ডেস্ক রিপোট:১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কত চরাই-উৎরাই। সময়ের সঙ্গে কত কিছু বদলেছে, বদলাননি মুশফিকুর রহিম। এতটুকু নিবেদন কমেনি তার। এখনও ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেন ব্যাটিং অনুশীলনে। আফগানিস্তান সিরিজ শুরু হতে দু সপ্তাহর বেশি বাকি। অন্যরা যে যাই করুক। ঘরে বসে থাকেননি মিস্টার ডিপেন্ডেবল।
এছাড়াও ইনজুরি কাটিয়ে পুরোদমে বোলিং করছেন তাসকিন আহমেদ। নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলামরাও অনুশীলনে মনোযোগী।
তবে আর ব্যক্তিগতভাবে নয়। সোমবার (২৯ মে) সকাল থেকে হোম অব ক্রিকেটে শুরু হচ্ছে দলীয় অনুশীলন। আফগান সিরিজের জন্য ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড তৈরি করেছে নির্বাচক প্যানেল। তবে শুরু থেকে সবাইকে পাওয়া যাবেনা। কারণ, সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘এ’ দলের তৃতীয় চারদিনের ম্যাচ খেলবেন বেশ কয়েকজন। যেখানে আছেন মুমিনুল হক, নুরুল হাসান সোহানরাও।
১৭ থেকে ১৮ জনকে নিয়ে অনুশীলন ক্যাম্প পরিচালনা করবেন সহকারী কোচ নিক পোথাস। থাকবেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, স্পিন কোচ রঙ্গনা হেরাথও। তবে শুরু থেকে থাকছেন না হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। ৩ জুন যোগ দেয়ার কথা রয়েছে তার।
আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ‘এ’ দলের ম্যাচের দিকে নজর রাখবে নির্বাচকরা।
ইনজুরির কারণে সাকিব আল হাসান না থাকায় অধিনায়কত্ব করবেন লিটন দাস। আফগানদের বিপক্ষে অন্য ফরম্যাটের তুলনায় টেস্টে বেশি চ্যালেঞ্জ দেখছে বাংলাদেশ।