1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ব্রেন্টফোর্ডের মাঠে হারের স্বাদ পেলো ম্যানসিটি

  • আপডেট টাইম : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

 

ডেস্ক রিপোট:ব্রেন্টফোর্ডের মাঠে গিয়ে পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ব্যবধান ১-০। শেষ মুহূর্তে ইথান পিনকের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রেন্টফোর্ড।

এবার আসা যাক, শুরুতেই বলা প্রচলতি স্লোকটির ব্যবচ্ছেদে। শেষ ম্যাচে এসে হেরে গেলো ম্যানচেস্টার সিটি। তাতে তাদের খারাপ কিছুই হলো না। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপ তো আগেই নিশ্চিত হয়ে গেছে। তবে, হয়তো আফসোস একটাই থাকবে সিটিজেনদের, মৌসুমটা জয় দিয়ে শেষ করতে পারলো না তারা।

অন্যদিকে ব্রেন্টফোর্ড হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় পেলেও কোনো লাভ হলো না। এই জয়েও তারা পারলো না ইউরোপা কনফারেন্স লিগে নিজেদের নাম লেখাতে। কারণ, প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সেই ৯ নম্বরেই রয়ে গেলো তারা। সুতরাং, জয়টা কোনো কাজেই আসেনি তাদের। স্বান্তনা শুধু, মৌসুমের শেষ ম্যাচে চ্যাম্পিয়ন ম্যানসিটির বিপক্ষে জয়টা পেয়েছে তারা।

তবে ম্যানসিটির জন্য আরেকটি বাজে দিক হলো, লিগে অপরাজিত থাকার রেকর্ডটি বড় করতে পারলো না তারা। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ তারা হেরেছিল গত ৫ ফেব্রুয়ারি। টটেনহামের মাঠে গিয়ে ওই ম্যাচে ১-০ গোলের সেই হারের পর টানা ১৬ ম্যাচ অপরাজিত ছিল পেপ গার্দিওলার দল। অবশেষে ১৭তম ম্যাচে এসে পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছে তারা।

যদিও চ্যাম্পিয়নশিপ নির্ধারণ হওয়ার পর ম্যানসিটি কেন যেন লিগের বাকি ম্যাচগুলোতে আর শক্তি ক্ষয় করতে চায়নি। যে কারণে আগের ম্যাচেও ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলো। টানা ১২ ম্যাচ জয়ের পর প্রথম পেলো ড্র’য়ের স্বাদ। অবশেষে পেলো পরজয়ের স্বাদ।

গা-ছাড়া ভাব কতটা বোঝা যায় গার্দিওলার দল সাজানো দেখেই। কেভিন ডি ব্রুইনেকে দলেই রাখেননি। আর এক মিনিটের জন্যও ব্র্রেন্টফোর্ডের বিপক্ষে গার্দিওলা মাঠে নামাননি আরলিং হালান্ডকে। শেষ পর্যন্ত ম্যাচের ৮৫ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন এথান পিনক।

এই ম্যাচ দিয়ে ম্যানসিটি এবং ব্রেন্টফোর্ডের শেষ হলো ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম। মৌসুম শেষে ম্যানসিটির পয়েন্ট ৮৯। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৮৪। ব্রেন্টফোর্ডের পয়েন্ট ৫৯। তারা রয়েছে ৯ম স্থানে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..