শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোট:গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫ গুণ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।আজ সোমবার (২৯ মে) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ১ হাজার ৭০৪ জন ডেঙ্গু রোগী পেয়েছি।তিনি বলেন, বাংলাদেশকে ৩০ লাখ ডোজ করোনার টিকা দিয়েছে ফাইজার। এসব টিকা নির্দিষ্টসংখ্যক মানুষকে বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে।