শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ফেডারেশন কাপের ফাইনালে আজ আবাহনীর বিপক্ষে মাঠে নামছে মোহামেডান। ফাইনালের কোনো ম্যাচে ১৪ বছর পর মুখোমুখি হতে যাচ্ছে আবাহনী-মোহামেডান।
ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (৩০ মে) বিকেল সোয়া তিনটায়। দেশের ফুটবলে সবচেয়ে ঐতিহ্যের ঢাকা ডার্বি মাঠে গড়াচ্ছে কুমিল্লায়।
ভালো দল গড়েও স্বাধীনতা কাপ আর প্রিমিয়ার লিগ হাতছাড়া হয়েছে আবাহনীর। তবে ফেডারেশন কাপ জিতে সেই শূন্যতা দূর করতে চায় দলটি।
এদিকে গৌরব পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে মোহামেডান। ৯ বছর পর কোনো ট্রফি ছুঁয়ে দেখার হাতছানি সাদা-কালোদের সামনে।
ফেডারেশন কাপে সর্বাধিক ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। ১০ বার শিরোপা ঘরে তুলেছে মোহামেডান। ১৪ বছর আগে ফেডারেশন কাপের শিরোপা জিতেছে মোহামেডান, চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে।
দীর্ঘদিন পর মোহামেডান-আবাহনী ফাইনাল ঘিরে উত্তেজনাও তুঙ্গে ফুটবল অঙ্গনে।