বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
বিশ্বজিৎ কর : প্রতি বছরের ন্যায় এই বছর ও মৌলভীবাজার শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে পালিত হলো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩১ তম তিরোধান উৎসব। প্রতি বছর ১৯ শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবসে এই আশ্রমে সমাবেশ ঘটে হাজারো ভক্তের।
আজ ৩ জুন বৃহস্পতিবার শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে প্রতি বছরের মতো এই বছর ও পালিত হলো লোকনাথ বাবার তিরোধান উৎসব । করোনাভাইরাস এর কারনে অন্য বছরের তুলনায় উৎসব সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে আয়োজন করা হয় । এই বছরে আয়োজনে ছিল উষা কীর্তন, পূজা অর্চনা , বাল্যভোগ ,গীতা পারায়ন , রাজভোগ ও বিশেষ প্রার্থনা । অলৌকিক শক্তিসম্পন্ন পরম মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারীর দিব্যজীবনের অবসান ঘটে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী গ্রামে। শ্রী শ্রী লোকনাথ বাবার এই তিরোধান উৎসবে অনেক দূর থেকে ভক্তরা ছুটে আসেন মৌলভীবাজার শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে ।