সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০২ পূর্বাহ্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টার কর্তৃক বিশেষ সম্মাননায় ভূষিত হলেন জিএসসি সিলেট চ্যাপ্টার এর সাবেক ও বর্তমান সাংগঠনিক সম্পাদক জাতীয় পুরস্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা মোঃ নজরুল ইসলাম।
গত ৩১ মে, বুধবার রাতে সিলেট নগরীর এক অভিজাত রেষ্টুরেন্টের ভি আই পি হলরুমে জমকালো আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে সিলেট চ্যাপ্টার এর নবগঠিত কমিটির প্রথম সভায় সিলেট চ্যাপ্টার এর প্রেসিডেন্ট সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর কবির আহমদ ও সেক্রেটারি জেনারেল সাবেক সিটি কাউন্সিলর আব্দুস সামাদ নজরুল সহ নেতৃবৃন্দ নজরুল ইসলামের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন।
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টার এর কার্যনির্বাহী কমিটির বিগত দিনের কার্যক্রমগুলি (করোনাকালীন, বন্যা, বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ) সফলভাবে বাস্তবায়ন করায় জিএসসি ইউকে সেন্ট্রাল কমিটির চেয়ার ব্যারিস্টার আতাউর রহমান, সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার খছরু খান, ট্রেজারার সালেহ আহমেদ কর্তৃক সম্মাননা স্মারক প্রদান করা হয় জিএসসি সিলেট চ্যাপ্টার এর সাবেক ও নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা মোঃ নজরুল ইসলামকে। বিজ্ঞপ্তি