শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোট:বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগ এর ২০২২-২০২৪ সালের কার্যকরী পরিষদের অভিষেক অনুুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট নগরীর চন্ডীপুলস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অভিষেক উদযাপন কমিটির আহবায়ক খান মো. ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. এনামুল হক রুবেল এর পরিচালনায় বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ নাজমুল হক এর সম্মতিক্রমে যুগ্ম মহা সচিব মীর আহসান উদ্দিন পারভেজ ২০২২-২৪ এর কমিটি ঘোষনা করা হয়।
নবনির্বাচিত উপদেষ্টা কমিটি মো. মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, মীর্জা হেলাল উদ্দিন, আখতার ফারুক লিটন, নলিনী কান্ত রায়, সৈয়দ সাইফুল আলম, কার্যকরী কমিটি সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি সুলতান মোহাম্মদ ইদ্রীছ, সহ সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর, মো. ফয়জুল ইসলাম, নুরুল ওয়াসে আলতাফী, খান মোহাম্মদ ফরিদ উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ, সহ সাধারণ সম্পাদক রিয়াসাদ আজিম হক, কোষাধ্যক্ষ মো. রিয়াদ উদ্দিন, সহ কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, প্রচার সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী সাহেদ, কার্যকরী সদস্য হবিগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি মশিউর রেজা, মৌলভীবাজার প্রতিনিধি মনোয়ার আহমেদ রহমান, সায়েম আহমদ, জুবের আহমদ চৌধুরী খোকন, মো. লোকমান আহমদ মাছুম, মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ তপন, বাংলাদেশ সিএনজি ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগ এর সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, বিএসটিআই সিলেট উপ পরিচালক ও অফিস প্রধান লুৎফুর রহমান, সহকারী বিস্ফোরক ও পরিদর্শক মো. মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন অভিষেক উদযাপন কমিটির এর যুগ্ম-আহবায়ক নুরুল ওয়াসে আলতাফী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহবুবুর রহমান চৌধুরী হেলাল।