শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডের সাবেক ব্যবসায়ী শাহীন আহমদ মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫১ বছর। তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বাহারমর্দান গ্রামে।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে আজ বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৭ টার দিকে মৃত্যুবরণ করেন।
তিনি হৃদরোগ ছাড়াও কিডনি ও লাংস সমস্যায় ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ৬-৭ মাস আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। পরে করোনা নেগেটিভ হলেও এরপর থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। হৃদযন্ত্র বড় হয়ে যায় এবং দুটি বাল্ব নষ্ট হয়ে যায়। লাংস বা শ্বাসতন্ত্রে পানি দেখা দেয়। কিডনিও নষ্ট হওয়ার দিকে যাচ্ছিল।
আজ (৩ জুন) বেলা ৩.৩০টায় বাহারমর্দান জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।