1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

স্কুলেমাসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়েকর্মশালা

  • আপডেট টাইম : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৯২ বার পঠিত

 

 

নুরউদ্দিন সুমন হবিগঞ্জ : আর্থপিডিয়া গেøাবালএবংসুকর্মাফাউন্ডেশন কর্তৃক আয়োজিতবিশ্ব মাসিকসচেতনতাদিবসউপলক্ষে মাসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়েকর্মশালাঅনুষ্ঠিতহয়েছে। রবিবার (৪ জুন) বিকেল ৪ টায়চুনারুঘাটউপজেলারসাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়েমাসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়েকর্মশালাঅনুষ্ঠিত। দুইঘন্টাব্যাপীআয়োজিতকর্মশালায় স্কুলেরভারপ্রাপ্তপ্রধানশিক্ষক মোঃআব্দুলকাদিরএরসভাপতিত্ব করেন এতে প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন আর্থপিডিয়া গে¬াবলেরপ্রতিষ্ঠাতাসভাপতি সৈয়দানাজনীনআহমদ সিলভী। প্রধানআলোচকসুকর্মাফাউন্ডেশনবাংলাদেশেরপ্রতিষ্ঠাতা শেখ সোহানা। ম‚লত স্কুলের মেয়েরামাসিকচলাকালেপরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধিসম্পর্কে সচেতনতাসৃষ্টির লক্ষ্যে এ কর্মশালা । বিশেষকরেনি¤œআয়ের লোকজনমাসিকচলাকালেপরিচ্ছন্ন থাকতে যেসবসামগ্রীপ্রয়োজন হয়, দামেরকারণে সেগুলোরপ্রাপ্যতাসীমিত থাকে। আবারসামাজিকনানারীতিনীতিরকারণেসবসময়তারা সেগুলোব্যবহারওকরতেপারেনা। এসবেরপাশাপাশিমাসিকনিয়ে খোলামেলাআলোচনাএবংযথাযথ শিক্ষারওঅভাবরয়েছে। মাসিকসচেতনতাদিবসউপলক্ষে মাসিকেরসময়পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনেচলার গুরুত্ব সম্পর্কে প্রকাশ্যে আলোচনা হয়। সমাজকর্মীপ্রধানঅতিথি সৈয়দানাজনীনআহমেদ সিলভীজানান, এখনোনারীরজীবনেরনিয়মিত এ বিষয়টিনিয়ে খোলাখুলিআলোচনা হয় না। এমনকিপ্রকাশ্যে দোকান থেকে মাসিকেরসময়ব্যবহ‚তস্যানিটারিন্যাপকিনকিনতেও স্বস্তিবোধকরেননা বেশিরভাগনারী। স্কুল-কলেজেরশিক্ষার্থীদের এ বিড়ম্বনায়সবচেয়ে বেশিপড়তে হয়। ক্লাসচলাকালেহুটকরেমাসিকশুরুহলেনিজেরকাছেযদি স্যানিটারিন্যাপকিননা থাকেতাহলেবিপদে পড়েযায়তারা। স্কুলেরঅধিকাংশনারীরমধ্যে আছেপিরিয়ডেরসময়কাপড়ব্যবহারেরমতো অস্বাস্থ্যকর বিষয়নিয়েসচেতনতারঅভাব। স্কুলছাত্রীদের এ সমস্যাসমাধানে আর্থপিডিয়া গে¬াবালের উদ্যোগে স্কুলেএকটিমাসিকসুরক্ষাব্যাংকহস্তান্তরকরেন সৈয়দানাজনীনআহমেদ সিলভী । যা স্কুলছাত্রীদেরপিরিয়ড স্বাস্থ্যসচেতনতাবাড়াতেঅগ্রগামীভ‚মিকারাখবে । সংশ্লিষ্টদের তথ্য মতে দেশে বিগতবছরগুলো থেকে এই বছরেমাসিকচলাকালীনসময়শিক্ষার্থীদেরঅনুপস্থিতিরহার বেড়ে গেছে। এই সমস্যারসমাধানেরজন্য আর্থপিডিয়া গে¬াবাল এ ধরনেরকর্মস‚চি ও প্রকল্পনিয়েকাজকরেযাচ্ছে। তাদের দাবী এই কাজগুলোর সাথে যেনসবাই সংযুক্ত হনএবংসহযোগিতাকরেন।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..