শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোট:ভারতের উত্তর প্রদেশে বিয়ের পরদিন এক নবদম্পতির মরদেহ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনসূত্রে জানা গেছে, গত মঙ্গলবার প্রতাপ যাদভ (২৪) পুষ্প যাদভকে (২২) বিয়ে করেন। সেদিন সারা রাত বিয়ে অনুষ্ঠান শেষে তাঁরা বুধবার উত্তর প্রদেশের বাহরাইখে ফেরেন। বিয়ে-পরবর্তী অনুষ্ঠান শেষে তাঁরা বাসর ঘরে যান। পরদিন সকালে পাওয়া যায় দুজনের নিথর মরদেহ। তাঁদের মৃত্যুর কারণ নির্ণয়ে একটি ফরেনসিক দল বাসর ঘরটি পরীক্ষা-নিরীক্ষা করেছে।
এদিকে ময়নাতদন্তের রিপোর্টে তাঁদের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক এসেছে বলে জানিয়েছেন বালরামপুরের সুপারিনটেনডেন্ট অব পুলিশ প্রশান্ত ভারমা।
কর্তৃপক্ষ বলছে, এই দম্পতির আগের কোনো অসুখ-বিসুখ ছিল না। এমনকি তাঁদের ঘরে কারও প্রবেশ বা শরীরে আঘাতের চিহ্নও পাওয়া যায়নি।
কাইশেরগঞ্জ পুলিশ স্টেশনের তদন্তকারী কর্মকর্তা রাজনাথ সিং বলেন, ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হৃদ্রোগ উল্লেখসহ কিছু সংশয়ও জানানো হয়েছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।