1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

দক্ষিণ চীন সাগরে রণতরি পাঠাবে জার্মানি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৮০ বার পঠিত

 

ডেস্ক রিপোট:সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘শাংরি লা ডায়ালগস’ নামের প্রতিরক্ষাবিষয়ক সম্মেলনে চীনের বেড়ে চলা প্রভাব-প্রতিপত্তি বেশ গুরুত্ব পেয়েছে। বিশেষ করে, দক্ষিণ চীন সাগরে বেইজিং যেভাবে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে, তার ফলে বৃহত্তর আঞ্চলিক সংকটের আশঙ্কা বাড়ছে।

তাইওয়ানকে ঘিরে চীনের তর্জনগর্জনও আন্তর্জাতিক স্তরে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। সম্মেলনে চীনা ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ হলেও চীন সরাসরি কোনো আলোচনা চালাতে অস্বীকার করছে।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ চীনের অনেক প্রতিবেশী দেশ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সোমবার নয়া দিল্লিতে ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক আরও নিবিড় করার পক্ষে কথা বলেছেন। দুই দেশই এক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২২ জুন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সফরে আরও কিছু ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিউস সিঙ্গাপুরের সম্মেলনে দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। ২০২৪ সালে সেখানে দুটি রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন তিনি। অবশ্য তিনি বলছেন, এর মাধ্যমে চীন বা অন্য কোনো দেশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিস্টোরিউস বলেন, নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক কাঠামোর পক্ষে সব দেশের জোরালো সমর্থন আরও জরুরি হয়ে উঠেছে। এ ছাড়া বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর সুরক্ষাও নিশ্চিত করা প্রয়োজন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..