শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি জাকাত তহবিল থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে ২০ জন সুবিধাভোগীর মাঝে ৭৭ হাজার ৫শ’ টাকা ও ৩ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. আব্দুর রকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।
ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার এস এম শিহাব উদ্দিনের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কুলাউড়া প্রেসক্লাব সদস্য ও দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরী প্রমুখ।