1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

হাইতিতে ৪.৯ মত্রার ভূমিকম্প, নিহত ৩

  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

 

ডেস্ক রিপোট:হাইতির দক্ষিণাঞ্চলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। খবর আল জাজিরার।

মঙ্গলবার (৬ জুন) স্থানীয় সময় ভোরে দেশটির উপকূলীয় শহর জেরেমিতে এই ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।

ভূমিকম্পে শহরের বিভিন্ন ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, ধসে পড়া ভবনের নিচে অনেকে আটকা থাকতে পারে। এ ছাড়াও এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ।

গ্র্যান্ড’আনসের নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান ক্রিস্টিন মনকেলে এএফপিকে বলেছেন, এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। তারা তিনজনই একই পরিবারের সদস্য। ভূমিকম্পের আঘাতে বাড়ি ভেঙে গিয়ে তাদের মৃত্যু হয়।

নাগরিক সুরক্ষা সংস্থা আরও জানিয়েছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধার তৎপরতা চালু রয়েছে।

প্রায় ২ বছর পর হাইতিতে আঘাত হেনেছে ভূমিকম্পে। ২ বছর আগের ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের দেশটির বাপক ক্ষয়ক্ষতি হয়। সে সময় অন্তত ২ হাজার ২০০জন মানুষ মারা যান।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..