রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন
ডেস্ক রিপোট:যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি হাইস্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান উপলক্ষে জড়ো হওয়া ভিড়ের ওপর গুলি চালিয়ে দুজনকে হত্যা ও পাঁচজনকে আহত করেছে এক বন্দুকধারী।
মঙ্গলবার অঙ্গরাজ্যের রিচমন্ড শহরের হিউগেনট হাইস্কুলের শিক্ষার্থীদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি মিলনায়তনে অনুষ্ঠানটি হচ্ছিল, সেখান থেকে একদল লোক বের হয়ে আসার পর সন্দেহভাজন বন্দুকধারী ভিড়ের মধ্যেই পূর্বপরিচিত একজনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ওই ব্যক্তিসহ দুইজন নিহত ও আরও পাঁচজন আহত হন।
পুলিশ ১৯ বছর বয়সী ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে।
এক সংবাদ সম্মেলনে রিচমন্ড পুলিশের অন্তবর্তী প্রধান রিক এডওয়ার্ডস জানান, সন্দেহভাজনের বিরুদ্ধে অন্যান্য অভিযোগের সঙ্গে দ্বিতীয় মাত্রার খুনের দুটি অভিযোগ আনা হতে পারে।
মাত্র একজনের সঙ্গে বিরোধকে কেন্দ্র করে একদল লোকের ওপর গুলি করার ঘটনাটিকে এডওয়ার্ডস ‘ন্যক্কারজনক ও কাপুরুষোচিত’ বলে অভিহিত করেছেন।
নিহত দুজন ১৮ ও ৩৬ বছর বয়সী দুই পুরুষ বলে জানিয়েছেন তিনি। তবে নিহতরা পিতা ও পুত্র, একটি গণমাধ্যমের এমন খবর নিশ্চিত করেননি তিনি।
আহতদের সবাই পুরুষ এবং তাদের মধ্যে ৩১ বছর বয়সী এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। আহত অন্য চারজনের বয়স ১৪, ৩২, ৫৫ ও ৫৮ বছর।
এডওয়ার্ডস জানান, গুলিবর্ষণের ঘটনা চলার সময় সৃষ্ট বিশৃঙ্খলায় ৯ বছর বয়সী এক বালিকা চলন্ত গাড়ির ধাক্কায় আহত হয় আর আরও কয়েকজন পড়ে ব্যথা পান।
গুলি করার পর সন্দেহভাজন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিল। পরে তাকে চারটি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়, এর মধ্যে তিনটি থেকে সে গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে।