বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোট:অবশেষে এক পশলা বৃষ্টির দেখা মিলেছে দিনাজপুরে। বুধবার (৭ জুন) দুপুরে জেলায় প্রায় ১৭ মিনিট ধরে সামান্য বৃষ্টি হয়েছে। তাতেই কিছুটা স্বস্তি বোধ করেছেন জেলার মানুষ। তবে জেলার সবখানেই বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, জেলায় প্রায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বেশি হলে স্বস্তির মাত্রা আরও বাড়তো বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ আসাদুজ্জামান জানান, বিকেল ৩টায় দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আর জেলায় প্রায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
উল্লেখ্য, সারাদেশে গত কয়েকদিন থেকেই বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। ফলে এক প্রকার অতিষ্ট হয়ে ওঠেছে জনজীবন। পাশাপাশি চলমান লোডশেডিং দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। রহমতের বৃষ্টি কামনায় বিভিন্ন স্থানে সালাতুল ইস্তিসকার নামাজও আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা।
এদিকে তীব্র দাবদাহের কারণে আগামীকাল বৃহস্পতিবার (৮ জুন) সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি।
বুধবার (৭ জুন) মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শ্রেণি কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবাহওয়া অধিদপ্তর থেকে দেশজুড়ে মৃদু থেকে তীব্র দাবদাহের সতর্কবার্তা দেয়া হয়েছে। এ কারণে ৮ জুন পর্যন্ত দেশের সব মাধ্যমিক স্কুলে শ্রেণি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার ক্লাসও আগামী বৃহস্পতিবার ( ৮ জুন ) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।