শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন
শেখ সোহানুর রহমান : মৌলভীবাজার পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করার লক্ষ্যে পচনশীল ও অপচনশীল বর্জ্য বাসা-বাড়িতেই পৃথকীকরণ কার্যক্রম শুরু করার অংশ হিসেবে সুধী সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (১০ জুন) মৌলভীবাজার পৌরসভা হলরুমে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে পৌরসভা মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবিবুর রহমান,যুগ্মসচিব (নগর উন্নয়ন-২), স্থানীয় সরকার বিভাগ।
এছাড়াও বক্তব্য রাখেন হাসানাত কামাল জেলা প্রতিনিধি, বিটিভি, সৈয়দ শাহেদ আহমেদ স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন, মোঃ মেহেদী হাসান,ষ্টেশন ম্যানেজার,রেডিও পল্লীকণ্ঠ এফএম ৯৯.২,সালেহ এলাহী কুটি, মুহিবুর রহমান, সেলিনা বেগম,প্রধান শিক্ষক. শহিদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খালেদ চৌধুরী, রুহেনা খানম শিক্ষক, বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আক্তারুজ্জামান সাধারণ সম্পাদক, মেধা ফাউন্ডেশন, মৌলভীবাজার, কমলগঞ্জ পৌরসভা মেয়র মোঃ জুয়েল আহমদ,সাবেক নির্বাহী প্রকৌশলী (মৌলভীবাজার) আবুল হোসেন, কুলাউড়া পৌরসভা মেয়র সিপার উদ্দিন আহমদ প্রমূখ।