মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:জেলে বলিউড অভিনেতাকে খুন করার জন্য পরিকল্পনা করছেন আরেক অভিনেতা অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় বলিউড খিলাড়ির বিরুদ্ধে এমনই অভিযোগ তোলা হয়েছে। এ কারণে উদ্বিগ্ন অক্ষয় ভক্তরা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, অভিনেতা ও পরিচালক কমল আর খানকে (কেআরকে) জেলের ভেতরে খুন করার জন্য অক্ষয় পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন। এ কারণে বেশ উদ্বিগ্ন কেআরকে।
স্বঘোষিত সিনেমা সমালোচক কেআরকে অক্ষয়ের নাম উল্লেখ করে বলেন, সালমান-শাহরুখ খানের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। কিন্তু অক্ষয় কুমার আমায় খুন করে দিতে পারেন।
তিনি বলেন, আমার সঙ্গে বলিউডের কারও সম্পর্ক খারাপ না, শুধু অক্ষয় ছাড়া। তিনিই সেই ব্যক্তি, যিনি আমাকে জেলের ভেতরে খুন করার জন্য কিলারের ব্যবস্থা করে। আবারও সে পুলিশ স্টেশনে এমন আচরণ করেছে। আমার সঙ্গে যদি ভুলভাল কিছু হয় তাহলে এর জন্য অক্ষয় দায়ী থাকবেন।
এ ব্যাপারে যদিও এখনো বলি নায়ক অক্ষয়ের কোনো মন্তব্য জানা যায়নি। তবে কেআরকে ঠিক কেন এমন অভিযোগ করলেন, সেটাও জানিয়েছেন। বলেন, অক্ষয়কে কানাডিয়ান কুমার বলে সম্বোধন করার পর থেকে রেগে আগুন হন খিলাড়ি। কিন্তু তাকে কেন কানাডিয়ান বলব না? সে তো কানাডিয়ান পরিচয়পত্র যুক্ত। সে যদি আমাকে তার ক্ষমতা ব্যবহার করে মারতে চায়, তাহলে ঠিক আছে।
প্রসঙ্গত, কেআরকে তার নিজস্ব মতামতের কারণে বেশ জনপ্রিয়। এ কারণে প্রায়ই আলোচনায় থাকেন। যদিও ইন্ডাস্ট্রির ভেতরে কারও সঙ্গে সম্পর্ক ভালো নয় তার। এর আগে অযাচিত মন্তব্য করে ফেঁসেছেন কয়েকবার। কারাভোগও করেছেন।