শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোট:ভিয়েতনামের সেন্ট্রাল হাইল্যান্ডসে পুলিশের দুটি সদরদপ্তরে গোলাগুলিতে চার পুলিশ কর্মকর্তা নিহত ও আরও দুজন আহত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানায়।
জননিরাপত্তা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ডাক লাক প্রদেশের চু কুইন জেলায় চালানো এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
হামলার সময়ে জিম্মি হিসেবে আটক দুজনকে ছেড়ে দেয়া হয়েছে। এ ছাড়া আটক অপর একজন নিজেই নিজেকে মুক্ত করতে পেরেছে।
রোববার দিনের প্রথম দিকেই ‘ই টিও’ ও ‘ই কেটুর’ উভয় সদরদপ্তরে হামলা চালানো হয়।
তদন্তকারীরা সন্দেহভাজন আরো লোককে খুঁজছে বলে ওয়েবসাইটে বলা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ভূমি অধিকারসহ বেশ কিছু বিষয় নিয়ে অসন্তোষের কেন্দ্রবিন্দু হয়ে ওঠায় বেশকিছু জাতিগত সংখ্যালঘুর আবাসস্থল ‘দ্য সেন্ট্রাল হাইল্যান্ডস’ ভিয়েতনামের স্বৈরাচারী সরকারের জন্যে অত্যন্ত স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচিত।