রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোট:মানিকগঞ্জে ৮টি চোরাই অটোরিক্সা ও রিক্সার যন্ত্রাংশসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ থানা পুলিশ।
রবিবার (১১ জুন) দুপুরে মানিকগঞ্জ সদর থানায় এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
গ্রেফতারকৃতরা হলো মানিকগঞ্জে সদর উপজেলার বড় সরুন্ডি গ্রামের মো. নজরুল হোসেনের ছেলে মো. আলী হোসেন (৩০), একই উপজেলার চরগড়পাড়া গ্রামের শামসুদ্দিনের ছেলে মো. রানা (২০)। ও সদর উপজেলার বেউথা এলাকার হাসমত বেপারির বাড়ির ভাড়াটিয়া মো. মামুনকে (২৮) গ্রেফতার করে পুলিশ। তার দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মধুখোলা গ্রামে।
প্রেস বিফিং থেকে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার চক গোবিন্দপুর গ্রামের চুন্নু মিয়ার কৃয়কৃত অটোরিক্সাটি তার ড্রাইভার ইয়াছিন গত ৪ জুন দুপুরে মানিকগঞ্জ এর পালড়া বাজারে গ্যারেজের সামনে পাঁকা রাস্তার উপর রেখে দুপুরের খাবারের জন্য বাসায় যায়। খাবার শেষে ইয়াছিন ঘটনাস্থলে এসে দেখে তার অটোরিক্সাটি নাই। পরবর্তীতে অটোরিক্সার মালিক চুন্নু মিয়া বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি চুরি মামলা দায়ের করে। আজ রবিবার সকালে মানিকগঞ্জ থানাধীন পশ্চিম বান্দুটিয়া (কাপালীপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে আলী হোসেন নামের একজনকে গ্রেফতার করে মানিকগঞ্জ থানা পুলিশ। এ সময় আসামী আলী হোসেনের নিকট থেকে একটি তালা কার্টার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলী হোসেনের বাড়ি সদর উপজেলার বড় সুরুন্ডী গ্রমে। পরবর্তীতে আলী হোসেনের দেওয়া তথ্যমতে আসামী রানাকে তার নিজ বাড়ি চরগড়পাড়া হতে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ৩টি চোরাই অটোরিক্সা ও বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। আলী হোসেন ও রানার দেওয়া তথ্যের ভিত্তিতে বেউথা হাসমত বেপারী এর বাড়ির গ্যারেজ হতে আরো ৫টি অটোরিক্সা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত আসামী মামুনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুনের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মুধুখোলা গ্রামে। সে বেউথা এলাকার হাসমত বেপাড়ীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, বেশ কিছুদিন যাবত অটোরিকশা চুরি যাওয়ার ঘটনা ঘটছে, এমন অভিযোগ পাচ্ছিলাম। সেই অভিযোগের ভিত্তিতে সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় অটোরিকশা উদ্ধারসহ চোরদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার কৃত আসামিরা সকলেই অটোরিক্সা চুরির সাথে জরিত।