1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের ইরান-কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের আহ্বান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

 

ডেস্ক রিপোট:ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান এবং কাতারি পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল সানি দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। জিনহুয়া সংবাদ সংস্থা এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, দুই পররাষ্ট্রমন্ত্রী রোববার টেলিফোনে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি, এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সরকার ‘ঘনিষ্ঠ ও বন্ধুপ্রতীম’ সম্পর্ক উপভোগ করছে। তিনি তাদের মধ্যকার সম্পর্ক আরো বিকাশের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্কে ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ প্রয়াস চালানোর জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী দুই সরকারের মধ্যকার বন্ধুপ্রতীম সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..