রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
মৌলভীবাজার পতিনিধি: জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয়ের বাস্তবায়নে গত ৭ জুন থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী (৭-১৩) জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (১৩ই জুন) এ উপলক্ষ্যে জাতীয় পুষ্টি সপ্তাহে বিভিন্ন স্কুল থেকে পুষ্টির উপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশ। অনুষ্ঠানের প্রথমাংশে সপ্তাহব্যাপী (৭-১৩) জাতীয় পুষ্টি সপ্তাহের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় এবং এরপর এ বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ হাবিবুর রহমান, জেলা তথ্য অফিসের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা ইসলামিক ফাউন্ডেশন অফিস এর উপ-পরিচালক মো: আনোয়ারুল কাদির, মহিলা বিষয়ক অধিদপ্তর মৌলভীবাজার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার।
আলোচনা সভা শেষে পুষ্টির উপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী ১ম ২য় ৩য় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।