1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

নড়াইলে ৯৩ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৯৭ বার পঠিত

 

ডেস্ক রিপোট:নড়াইলের ৩ উপজেলায় ৯৩ হাজার ৫০০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ মঙ্গলবার বেলা ১২টায় নড়াইল সিভিল সার্জন অফিস আয়োজিত জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় সাংবাদিকদের এসব বিষয়ে অবহিত করা হয়।

’ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এ সেøাগানে সারা দেশের ন্যায় নড়াইলেও আগামী ১৮ জুন রোববার শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন।নড়াইলের সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম বলেন, ভিটামিন এ শুধু অপুষ্টি জনিত অন্ধত্ব প্রতিরোধই করেনা বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা দূর করে শিশু মৃত্যুর হার কমায়।শিশু মৃত্যুরোধে জন্মের পর নবজাতককে কেবল মায়ের শালদুধ পান করানোর পরামর্শ দেন।

এ ছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি।

কর্মশালায় জানানো হয়, জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ০৬ থেকে ১১মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ’এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ’এ’ক্যাপসুল খাওয়ানো হবে।এ জেলায় ০৬ থেকে ১১মাস বয়সী ১১হাজার ৬২২ জন শিশুকে নীল রঙ্গের ভিটামিন ’এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮১ হাজার ৮৭৮ শিশুকে লাল রঙ্গের ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ১ হাজার ২০টি কেন্দ্রে দুই প্রকারের এ শক্তিশালী ক্যাপসুল খাওয়ানো হবে।

এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ২ হাজার ৪০ জন স্বেচ্ছাসেবক, ২৫০জন কর্মী এবং ১২০ জন সুপারভাইজার সকাল ৮টা হতে বেলা ৪টা পর্যন্ত জেলার ৩উপজেলার ৩৯টি ইউনিয়নের এবং দুটি পৌরসভার বিভিন্ন কেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

কর্মশালায় নড়াইল আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুন্সী আসাদুজ্জামান টনি, কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজল কান্তি, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুব্রত হালদার, ডা. আসিফ আকবর, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী,সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..