রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
স্টাফ রিপোটার: মৌলভীবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরের মৌলভীবাজার শহরের কোট রোডস্থ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড কার্যালয়ে সাধারনসভা অনুষ্ঠিত হয়। সাধারণসভায় কেন্দ্রীয় সমবায় ব্যাংক মৌলভীবাজারের নবাগত কমিটি গঠন করা হয়েছে। এতে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেনকে সর্বসম্মতিক্রমে সভাপতি করা হয়। কমিঠির অন্যরা হলেন সহ-সভাপতি ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান,পরিচালক মোঃ আকিল মিয়া,সহ-সভাপতি পরিচালক সালেহ আকরাম রিপন প্রমুখ।পবে কমিঠির সবাইকে ফুল দিয়ে বরন করে নেন উপস্থিত সবাই।
নবাগত সভাপতি কামাল হোসেন বলেন, সমবায় ব্যাংক লিমিটেড কার্যালয়কে খুব শিঘ্রই সমবায়ীদের জন্য সংস্কার করে সুন্দর পরিবেশ তৈরি করা হবে।