1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

এবার দিল্লির হাইকোর্টে আদিপুরুষের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : অবশেষে মুক্তি পেল বহুল আলোচিত সিনেমা ‘আদিপুরুষ’। যেখানে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী প্রভাস ও কৃতি শ্যানন। তবে এ সিনেমার ট্রেইলার প্রকাশের পর থেকেই একে ঘিরে সূত্রপাত হয়েছে নানা বিতর্কের। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠে এসেছে এ সিনেমাটিকে ঘিরে। ‘আদিপুরুষ’-এ রাম ও রামায়ণ-এর অপমান’ বলে অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হিন্দু সেনা। এতে মামলা দায়ের করেছেন এর জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্তা।

শুক্রবার (১৬ জুন) মুক্তি পেয়েছে ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’। এ উপলক্ষ্যে প্রেক্ষাগৃহের বাইরে ভক্তদের উন্মাদনা ছিল দেখার মতো। আতসবাজিসহ ঢোল-তাসা ও নাচের সঙ্গে হয় এর উদযাপন। অথচ উৎসবমুখর পরিবেশে মুক্তির দিনই আইনি জটিলতায় পড়ল ‘আদিপুরুষ’।

এদিকে অভিযোগনামায় উল্লেখ করা হয়েছে, ‘আদিপুরুষ’-এর যেসমস্ত দৃশ্যে রাম-সীতা, হনুমান এবং রাবণকে ভুলভাবে দেখানো হয়েছে, সেসমস্ত দৃশ্য ছেঁটে ফেলা হোক নতুবা সংশোধন করা হোক। এছাড়া মহর্ষি বাল্মীকির লেখা ‘রামায়ণ’ কিংবা ‘রামচরিতমানস’-এ যেরকম বর্ণনা রয়েছে, তার সঙ্গে কোনো মিল নেই এ সিনেমাতে দেখানো ধর্মীয় চরিত্রগুলোর। হিন্দু ব্রাহ্মণ রাবণকে বিকৃত করে যে ভয়ংকর মুখ দেখানো হয়েছে, তা হিন্দু সভ্যতার সম্পূর্ণ অপমান। তথ্য বিকৃতি ছাড়া আর কিছুই নয়।

তবে এসবকে পেছনে ফেলে প্রথমদিনেই ছক্কা হাঁকিয়েছে সিনেমাটি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, ওপেনিং ডেতে প্রায় ৭০ কোটি ছাড়িয়ে গেছে ‘আদিপুরুষ’-এর আয়।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..