বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : সুদানে লড়াইরত দলগুলো দুই দিনের অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। রোববার থেকে এ অস্ত্রবিরতি শুরু হচ্ছে। ‘স্কাই নিউজ এরাবিয়া টেলিভিশন চ্যানেল’ শনিবার এ খবর প্রচার করেছে।
সামরিক সূত্রের বরাত দিয়ে স্কাই নিউজ বলেছে, মানবিক কারণে সুদানের সেনাবাহিনী ও দেশটির বিশেষ টাস্কফোর্স রোববার ও সোমবার অস্ত্রবিরতি পালনে সম্মত হয়েছে।
তবে অস্ত্রবিরতির শর্তাবলী এবং চুক্তির প্রস্তুতির প্রক্রিয়ার সঙ্গে জড়িত সম্ভাব্য মধ্যস্থতাকারীদের সম্পর্কে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, সুদানে সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল বুরহানের অনুগত বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতির বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল থেকে সংঘাত চলছে। হামদান দাগালো সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নেতৃত্ব দিচ্ছেন।