শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
স্টাফ রিপোটার: প্রবল বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মৌলভীবাজার জেলায় মনু ধলইসহ অণ্যন্যা নদনদীতে পানি বাড়ছে। চলতি বর্ষা মৌসুমে মনু ও ধলাইসহ অন্যান্য নদীর ৬৭টি স্থান ঝুকিপুর্ন রয়েছে বলে পানি উন্নয়ন বোড, মৌলভীবাজার জানিয়েছে।
টানা বর্ষনে মৌলভীবাজার,রাজনগর,জুড়ি ও কমলগঞ্জ উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত নদ নদীর বাড়ি বাড়ার সাখে সাথ দেখা দিয়েছে আতংক। প্রবল বর্ষণে জেলার মনু ও ধলাই নদীতে গত রাত থেকে পানি বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিস ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত রাতের বৃষ্টিতে হু হু করে পানি বাড়ছে। তারা আরো জানিয়েছে আজ রাতে বৃষ্টিপাত হলে বিপদসীমার উপড় দিয়ে প্রবাহিত হওয়ার শংখা রয়েছে।