রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মৌলভীবাজার সিভিল সার্জন কার্য্যালয়ের ইপিআই ভবনের হল রুমে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ ১৮জুন শিশুদের ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়ানো হবে। ঐদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মসূচি সফল করার জন্য জেলায় ১ হাজার ৬শত ৮৭টি স্থায়ী ও অস্থায়ী ক্যাম্প বসানো হবে। এ সময় ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ২শত আশি জন শিশুদের নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ১৫হাজার ৭শত ২৮ শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন কার্য্যালয়ের মিলনায়তনে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মূর্শেদ এ সব তথ্য তুলে ধরেন। সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা সুমন দেবনাথ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: মুরাদ এ আলম সহ সিভিল সার্জন অফিসের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন বলেন, ভিটামিন এ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। সেই সঙ্গে শিশুর স্বাভাবিক দৃষ্টি শক্তি বজায় রাখে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ালে বাচ্চাদের কোন ক্ষতি হয় না। জেলায় সকল শিশু যেন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আওতায় আসে সেজন্য সকলের কাছে সহযোগীতা প্রত্যাশা করেন তিনি।
মাল্টিমিডিয়ার মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার গুরুত্ব ও ভিটামিন এ ক্যাপসুলে প্রাণীজ ও উদ্ভিজ আমিষের উৎস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।