1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ব্যক্তিগত প্রতিশোধ নিতেই সাংবাদিক নাদিমকে হত্যা : র‍্যাব

  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৭২ বার পঠিত

অনলাইন ডেস্ক:  ব্যক্তিগত প্রতিশোধ নিতে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যা করেছেন ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবু।

শনিবার (১৭ জুন) কাওরানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব জানান র‍্যাবের মিডিয়া উইং প্রধান কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাবু হত্যার বিষয়টি স্বীকার করেছে। ব্যক্তিগত প্রতিশোধ নিতেই বাবুর নেতৃত্বে থাকা সন্ত্রাসী গ্রুপ দিয়ে এই হত্যাকাণ্ডের মিশন পরিচালিত হয়।

সাংবাদিক হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী বাবু এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডসহ তার বিরুদ্ধে ধর্ষণ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেয়েছে বলে জানান র‍্যাবের মুখপাত্র। চেয়ারম্যান বাবু ও তার ছেলেসহ এই ঘটনায় মামলার এজাহারভুক্ত ২২ জনের মধ্যে বাকিদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে বলে জানান তিনি।  এদিকে নাদিম হত্যার ৯ আসামিকে কারাগারে প্রেরণ করেছে আদালত। শনিবার (১৭ জুন) তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত। আগামীকাল রোববার (১৮ জুন) তাদের রিমান্ড শুনানি হওয়ার তারিখ ধার্য করা হয়েছে।
গত বুধবার (১৪ জুন) রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম। পরদিন বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..