রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
রোববার (১৮ জুন) সকাল ১১ টায় স্থানীয় স্বাধীনতার স্মৃতিস্তম্ভের সামনে রাজনগর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে শতাধিক সংবাদকর্মী ও অনান্য পেশার মানুষ অংশ নেন।
রাজনগর প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ বেগ এর সভাপতিত্বে এবং তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদনা সম্পাদক আহমদউর রহমান ইমরান এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি শংকর দুলাল দেব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ম-সম্পাদক ফরহাদ হোসেন, সাংবাদিক আলিম আল মুমিন, বিশিষ্ট সমাজ সেবক হেলালুর রহমান লাল, ব্যাবসায়ী মুরাদ হোসেন ফুয়াদ প্রমুখ।
বক্তারা গোলাম রব্বানী নাদিমের খুনিদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।